নিজস্ব প্রতিনিধি:শুরু হয়ে গেছে বাংলা নতুন বছর ১৪২৯। যেকোনো উৎসবে নারী পুরুষ নির্বিশেষে রূপসজ্জায় পারদর্শী মেকআপ আর্টিস্টদের নিয়ে নববর্ষের প্রাক্কালে বেলগাছিয়ার শুভক্ষন হলে অনুষ্ঠিত হয়ে গেল HD স্টুডিওসের পরিচালনায় মেগা মেকআপ আর্টিস্ট কনটেস্ট। যেখানে বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বৈভব(সন্দীপ শীল)এর ব্র্যান্ড এস এস ট্র্যাডিশনাল স্টাইল লফ্টের ডিজাইনার পোষাক ও শিল্পী রায়ের মেকআপের ছোঁয়ায় মডেল ডোনা খান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৪ জন প্রতিযোগীদের মধ্য থেকে দ্বিতীয় স্থান অধিকার করে। ডোনা ও শিল্পীর হাতে সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় সুদৃশ্য মেমেন্টো ও সার্টিফিকেট।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ঢাকি সিরিয়ালের শ্বেতা ভট্টাচার্য্য ও ইন্দ্রাক্ষী দে। এর আগেও শহরের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে সন্দীপের এস এস ট্র্যাডিশনাল স্টাইল লফ্ট যথেষ্ট সুনাম কুড়িয়েছে ।আগামী দিনে মডেলিং জগতে অভিনব কাজ উপহার দেওয়ার মাধ্যমে ভালো কাজের ছাপ রেখে যেতে চান বৈভব (সন্দীপ শীল) ও তার সহযোগীরা।