শর্ট ফিল্ম “কোভিড-১৯AuthorPosted byramizPublishedMay 10, 20206:35 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxশর্ট ফিল্ম “কোভিড-১৯TwitterFacebookLinkedInPosted by ramiz on May 10, 2020. আনন্দ সংবাদ লাইভ:আজ করোনার এই মহামারীর সময় যখন গোটা পৃথিবী গৃহবন্দী, তখন এই ভয়াবহ মুহুর্তে আমাদের এই দেশেও এমন কিছু মানুষ আছে যারা সরকারের নিয়মবিধি মানছে না, সামাজিক দুরত্ব বজায় রাখছে না, ভুয়ো খবর ছড়াচ্ছে, পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে খারাপ আচরণ করছে। আবার এই পরিস্থিতিতে যখন গোটা দেশ লকডাউন পরিস্থিততে তখন মানুষ ঠিক করে খতে পারছে না। এই বিপদে আমাদের সকলকে একসাথে হয়ে লড়তে হবে। তাই সরকার ও চিকিৎসকেরা বলছে সময় পেলেই হ্যান্ড ওয়াশ করুণ, সামাজিক দুরত্ব বজায় রাখুন, যারা আমাদের জন্য জীবনকে বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে লড়ছে তাদের সম্মান করুন।আজ করোনা ভাইরাসের গ্রাস মানুষকে এতটাই অসহায় করে দিচ্ছে যার বিরুদ্ধে লড়াই করতে হলে মানুষকে আরও সচেতন হতে হবে, সরকারের স্বাস্থ্যবিধি মানতে হবে আর তাই নিয়েই সানি ভর নির্দেশিত ও প্যান্থার স্টুডিও-র উপস্থাপনায় এবং ড্রিম কমিউনিকেশনের সহযোগিতায় তৈরি হয়েছে শর্ট ফিল্ম “কোভিড-১৯”। এই ছবির সম্পূর্ণটাই সকলের বাড়িতেই নিজেরাই শুট করেছে। ছবিতে অভিনয় করেছে সুস্মিতা দালাল, সঞ্জনা বসু, শুভশ্রী কর, ডল ডালিয়া ঘোষ, চিত্রালী দাস, অরুণাভ দে, দেবশ্রী দত্ত, রনদীপ সরকার, অম্বর ভট্টাচার্য, অনিন্দ্য মুখার্জি, সিংগি চৌধুরী, অরিত্র কর্মকার, ঋত্তিক সীল, পূজা সরকার, পূজা কর্মকার, তৃষা সেন সহ আরও অনেকে।ছবিতে আবাহ সঙ্গীত দিয়েছেন গোপাল সামন্ত। আগামী ১১ই মে সানি ভর নির্দেশিত “কোভিড-১৯” মুক্তি পাবে। Post Views: 1,900 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...
Windows Production Unveils Captivating Trailer for ‘Bohurupi’: A Groundbreaking Pujo Release by Nandita Roy and Shiboprosad Mukherjee