Close

লাইভ গ্লোবাল ডিজিটাল কনসার্ট ‘এক বিশ্ব সুমন’

আনন্দ সংবাদ লাইভ :১৯শে সেপ্টেম্বর, ২০২০, ভারতীয় সময় সন্ধ্যে ৮টায় শ্রী কবীর সুমনের একটি Live ‘Global Digital Concert‘ অনুষ্ঠিত হতে চলেছে ‘তাঁতঘর ফিল্মস‘ এবং ‘রংরেজ‘-এর যৌথ উদ্যোগে। অনুষ্ঠানের বিষয় বাংলা খেয়াল।অনুষ্ঠানে শ্রী কবীর সুমনের সঙ্গে হারমোনিয়ামে সংগত করবেন শ্রী জ্যোতির্ময় ব্যানার্জি, তবলায় সংগত করবেন শ্রী কুন্তল দাস এবং স্বরমন্ডলে সংগত করবেন শ্রীমতি রাকা ভট্টাচার্য্য। এই ডিজিটাল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলা খেয়ালের সঙ্গে কোনো ডিজিটাল কনসার্টে প্রথমবারের জন্য নৃত্য পরিবেশনা করবেন নৃত্যশিল্পী শ্রীমতি লোকেশ্বরী দাশগুপ্ত।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুঃসময়ে দাঁড়িয়ে শিল্পই আমাদের একমাত্র মুক্তি। বিশ্বব্যাপী এই অস্থির সময়ে, মানুষের কাছে একধরনের শৈল্পিক আবেদন হিসেবেই ‘এক বিশ্ব সুমন‘-এর বন্দোবস্ত করেছেন তারা।সারা বিশ্বের সকলে এই অনুষ্ঠানটি বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top