Close

লকডাউনে পথপশুদের পাশে অভিনেত্রী সঙ্গীতা সিনহা

নিজস্ব প্রতিনিধি:সঙ্গীতা সিনহার সাম্প্রতিকতম ছবি রিক্সাওয়ালা দেশ-বিদেশে বহু চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ।রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি এবার এদেশে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে সঙ্গীতার নতুন ছবির কাজ এখন স্থগিত করোনার এই আবহে।তাবলে সে থেমে নেই।

পথ কুকুর হোক বা পাখি সঙ্গীতা এই লকডাউনে তাদের পরিচর্যার দায়ভার সামলাচ্ছেন।লকডাউনে বিভিন্ন অফিস,দোকানপাট বন্ধ থাকায় পথপশুদের হয়েছে মহাসমস্যা।সঙ্গীতা তাদের জন্য খাওয়ারের ব্যাবস্থা করে দিচ্ছেন।সামনে বিশ্ব পরিবেশ দিবস।বাড়িতে গাছের যত্নও নিতে দেখা গেল সঙ্গীতাকে।তিনি বলেন,” পৃথিবীতে সব প্রাণীর সুস্থ,ভালো ভাবে বাঁচার অধিকার আছে।আমরা মূলত নিজের জন্যই ভাবি।সবার সহাবস্থানে পৃথিবী আরো সুন্দর হোক এটাই প্রার্থনা।”


এর আগেও রিক্সাওয়ালাদের শীতে কম্বল,স্যানিটাইজার দেওয়া থেকে শুরু করে,অনাথ বাচ্ছাদের ডাকটিকিট সংগ্রহের প্রতি উৎসাহিত করা সবেতেই সঙ্গীতার সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top