নিজস্ব প্রতিনিধি:রাগ রং সমিতির পঞ্চম বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল সুজাতা সদনে।ক্লাসিকাল গানের এক সুরেলা সংগীতময় অনুষ্ঠানটিতে আয়োজনে অনুষ্ঠানের ইভেন্ট হেড নিতনিম সিং এর সুচারু সুন্দর এই আসরে অংশগ্রহণ করেন তবলার পন্ডিত শুভেন চ্যাটার্জী,সহ বিদূষী মিতা নাগ,অরিন্দম ভদ্র বর্মণ, পন্ডিত সনাতন গোস্বামী, ডঃ সৌম্য বোস, স্বাতী ঘোষ,দ্বিপাবলি মজুমদার প্রমুখ।
রাগ রং সমিতির বাৎসরিক অনুষ্ঠান
- AuthorPosted byramiz
- Published
- Updated5:20 am
- Share this postClose sharing box
- রাগ রং সমিতির বাৎসরিক অনুষ্ঠান
