নিজস্ব সংবাদদাতা,ঢোলাহাট :কুল্পীর ঢোলাহাট এলাকায় বেলুনী স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষ বিতরণ, বস্ত্র বিতরণ ও মেধাবী ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা ও শিক্ষন সামগ্রী প্রদান কর্মসূচি ও বিনামূল্যে চক্ষু ও দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এলাকার মুমুর্ষ অসুস্থ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর কথা মাথায় রেখে ও কোভিড পরবর্তী রক্ত সংকট এর চাহিদা মেটাতে BELUNI SPORTING CLUB রক্তদান শিবিরের আয়োজন করে । সকাল থেকে বহু মানুষ রক্তদান করার জন্যএবং দাঁত ও চোখের বিভিন্ন সমস্যার জন্য, ডাক্তার দেখানোর জন্য লাইন দেয় । এই ক্যাম্পে প্রায় 517 জন মানুষ রক্ত দেন । এছাড়া নানারকম ফলের গাছ বিতরণ করা হয় । সেই সাথে এলাকার দুঃস্থ মানুষজনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল মাদ্রাসার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ মেধাবী ছাত্রছাত্রী দের ক্লাবের তরফে সংবর্ধনা দেওয়া হয় ও বিভিন্ন শিক্ষন সামগ্রী প্রদান করা হয় ।
অনুষ্ঠান এ বহু বিশিষ্ট মানুষ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন । বিশিষ্ট ক্রীড়াবিদ আতাউর রহমান,শেফা নার্সিং হোম এর কর্ণধার বিশিষ্ট ডাক্তার বাবু ডাঃ আহমাদুল্লা পাইক রক্তদান এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরেন ।ক্লাব সদস্যগণ ঢোলা হাট থানার I.C.কৌশিক নাগ মহাশয় কে চারাগাছ তুলে দেন। পরিশেষে এলাকার সাধারণ মানুষ বেলুনী স্পোর্টিং ক্লাব এর এই মহতী উদ্যোগ কে ভূয়সী প্রশংসা করেছেন ।