Close

মেজদা তোমাকে

✍️পিয়াসী মল্লিক(মমতাজ মল্লিক)


সেরে ওঠো মেজদা,আবার গাইবে ঈদের গান

তোমার রচনা,তোমার প্রতিভা আল্লাহর দান।

চিরদিন তুমি ছিলে সুস্থ সংস্কৃতির চেতনায়

তোমার উচ্চ রুচি,রয়েছে তোমার সাম্যবাদী কথায়

তোমার লেখনি তো পীড়িত,দুঃখী মানুষের তরে

ঈদ উৎসবে আজ সকলে একে অপরের তরে।

ঈদে তো আমীর গরীব ভেদাভেদ নাই

এমন মহৎ উৎসব যেন ফিরে ফিরে পাই।

মেজদা,তুমি ডায়াবেটিস রোগে বহুদিন

তোমার কবিতা – গানের খাতা তাই হয়েছে একটু মলিন।

তোমার অসুখ দূর হঠুক,আবার গাইবে সাম্যের গান

আবার লিখবে চেতনার কবিতা,মানবতার গান।

Leave a Reply

0 Comments
scroll to top