নিজস্ব প্রতিনিধি:কবি জীবনানন্দ দাশ এবার রুপোলি পর্দায়। কবির চরিত্রে ব্রাত্য বসু । কবিপত্নী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ‘ঝরা পালক’ ছবিতে জুটি বেঁধেছেন দুই ব্রাত্য বসু ও জয়া আহসান।২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ছবিটি। ২৫ ডিসেম্বর প্রকাশ পেল অফিসিয়াল ট্রেলার।ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসান,সুমন মুখোপাধ্যায়, পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়, প্রযোজক পবন কানোড়িয়া।
জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’। তা থেকে অনুপ্রাণিত হয়েই ছবির নামকরণ করা হয়েছে। সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন, তাঁর ভাবনা, দুঃখ-যন্ত্রণা, আবেগ এবং তাঁকে ঘিরে থাকা মানুষজনের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক।’ঝরা পালক’ কবি জীবনানন্দ দাশের আত্মজীবনীমূলক উপন্যাস ‘মাল্যবান’ থেকে অনুপ্রাণিত।
সিনেমায় তরুণ জীবনানন্দের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অতীতের কিছু কাহিনি সাদা-কালোর আবহে দেখানো হয়েছে। সজনীকান্ত দাশের চরিত্রে রয়েছেন দেবশংকর হালদার।কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রের ঝলকও দেখা গিয়েছে।কৌশিক সেনকে দেখা যাবে বুদ্ধদেব বসুর চরিত্রে,বিপ্লব বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রেমেন মিত্রর চরিত্রে,সত্যানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কুসুম কুমারী দাশ করেছেন শ্রীলা মজুমদার,পদ্মনাভ দাশগুপ্ত করেছেন সুধীন্দ্রনাথ দাশ,ডি কে গুপ্তর চরিত্র করেছেন পবন কানোড়িয়া,সুদীপ্ত চট্টোপাধ্যায় করেছেন সমীর সেন।
‘ঝরা পালক’-এর গল্প বুনেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।সঙ্গীত পরিচালনা করেছেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়।প্রযোজনা করেছেন পবন কানোড়িয়া।
২০১৭ সালে ‘ঝরা পালক’ ছবির শুটিং শুরু হয়েছিল। কলকাতায় এসে ছবির শুটিং করেন জয়া আহসান। ‘ঝরা পালক’ তৈরি হওয়ার পর নানা কারণে মুক্তি পিছিয়ে যায়। যার অন্যতম করোনা অতিমারী । নতুন বছরের ফেব্রুয়ারি মাসে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।