Close

মুক্তি পেল জেএমআর মিউজিক-এর নতুন গান “আজ বর্ষায়”

আনন্দ সংবাদ লাইভ :মুক্তি পেল “আজ বর্ষায়“। তবে এবারে কন্ঠে রয়েছেন সবার প্রিয় শিল্পী গৌরব তপাদার। ইউটিউবে যে ছেলেটা সবার মোটিভেশান জোগায়, আজ সে মানুষের কাছে হাজির নতুন গান নিয়ে। জেএমআর মিউজিক-এর তত্বাবধানে মুক্তি পেয়েছে এই গানটি৷ মিউজিক ডিরেক্টর জ্যোতির্ময় রায়-এর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত এই গান দর্শকের মনে দাগ কেটেছে। বলাবাহুল্য বাঙালি শ্রোতা নতুন স্বাদের গান উপহার পেয়েছে জেএমআর মিউজিক থেকে। সাথে প্রিয় গৌরব তপাদার এর আরো এক নতুন প্রতিভা উপহার পেল দর্শককূল।

Leave a Reply

0 Comments
scroll to top