Close

মি এ্যান্ড মোই-এর ফ্যাশন ম্যাগাজিন এবং ক্যালেন্ডার প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি মি এ্যান্ড মোই -এর ফ্যাশন ম্যাগাজিন এবং ক্যালেন্ডারও প্রকাশ হয়ে গেল জাঁকজমকভাবে।এদিনের এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়,সায়নী ঘোষ,চান্দ্রেয়ি ঘোষ,রিচা শর্মা,অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়,রণজয় বিষ্ণু প্রমুখ।মই ম্যাগাজিনের কভার গার্ল অভিনেত্রী দেবশ্রী রায় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা মেকআপ আর্টিস্ট অর্পিতা গঙ্গোপাধ্যায়কে অনেক শুভেচ্ছা জানালেন। মি এ্যান্ড মোই,মানসী এন্টারটেইনমেন্ট স্টুডিও ও সিলভার লাইন প্রোডাকশনের যৌথ উদ্যোগে ‘ক্যালাস’ নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম-এর ঘোষণা হয়।

এদিনের অনুষ্ঠানের এক্সক্লুসিভ মুহূর্ত ক্যামেরা বন্দি করলেন আনন্দ সংবাদ লাইভ-এর প্রধান চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top