Close

মিউজিক ভিডিওতে স্নেহা

পরিচালক শুভম রায়ের মিউজিক ভিডিওতে আবার অভিনয় করলেন মডেল ও অভিনেত্রী স্নেহা মুখার্জী।এর আগেও একটি মিউজিক ভিডিওতে স্নেহা অভিনয় করেছিলেন।


গানটি রোমান্টিক গান।মিউজিক দিয়েছেন নবারুণ দাশগুপ্ত।নেপথ্যে কন্ঠ দিয়েছেন নবারুণ দাশগুপ্ত ও সর্বজিতা সিনহা।


মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কলকাতাতেই।মিউজিক ভিডিওতে স্নেহার বিপরীতে অভিনয় করেছেন রোহিত শাহ।চিত্রগহন করেছেন অভ্রনীল দাস।রূপসজ্জায় সঞ্জু হালদার।মিউজিক ভিডিওটি মুক্তি পাবে কাভিশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

0 Comments
scroll to top