Close

মানব পাচার বিরোধী দিবস জলপাইগুড়িতে

মোল্লা জসিমউদ্দিন
 

জলপাইগুড়িতে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে  জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ একটি পদযাত্রর আয়োজন করে। উক্ত পদযাত্রা জেলার সদর মহকুমার কোতোয়ালী থানার সামনে থেকে শুরু হয় এবং শহরের প্রধান রাস্তা গুলি দিয়ে গিয়ে জেলা আদালতের মুখে  শেষ হয়। উক্ত পদযাত্রায় জেলা আদালতর বিচারকরা, জেলা পুলিশ আধিকারিকরা, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সহ সমাজের বিভিন্নস্তরের মানুষজন  উপস্থিত ছিলেন।

Leave a Reply

0 Comments
scroll to top