Close

মাদ্রাসায় অনলাইনে ভর্তি

আনন্দ সংবাদ লাইভ:উচ্চ মাধ্য‌মিক মাদ্রাসাগু‌লি‌তে এ বছর থে‌কে অনলাই‌নে ভ‌র্তি নেওয়া হ‌বে। বুধবার একথা জানা‌লেন মাদ্রাসা ‌শিক্ষা পর্ষদ।এবারই প্রথম মাদ্রাসার একাদশ শ্রে‌ণি‌তে অনলাই‌নে ভ‌র্তি নেওয়া হবে। ২৭০টি মাদ্রাসায় একাদশ ও দ্বাদশ শ্রে‌ণির পাঠক্রম উচ্চ মাধ্য‌মিক শিক্ষা সংস‌দের সি‌লেবাস অনুসা‌রে পড়া‌নো হয়। পরীক্ষাও নেয় সংসদ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top