Close

মাতুয়া সংঘের অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:১৯ মার্চ থেকে শুরু হয়ে গেছে
মাতুয়া সংঘের অনুষ্ঠান । অনুষ্ঠানের সূচনা করেন শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর । অনুষ্ঠান স্থান শিলিনগুড়ির স্কুল মাঠ।মূল অনুষ্ঠান বাংলা মতুয়ার মহা সংঘ নির্মল গোঁসাই-এর সম্প্রদায়ের নতুন অফিস উদ্বোধন।
নির্মল গোঁসাই এর নাতনি সুমিতা পোদ্দার দীর্ঘ দিন ধরেই এই মতুয়াদের জন্য সমাজ সেবা মূলক কাজ করে চলেছে । তিনি জানান আজ এই অনুষ্ঠান কোন রাজনৈতিক দলের অনুষ্ঠান না । এটা সম্পূর্ণ আমাদের সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠান।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top