Close

মহুয়া সেনের ‘ভালো থাকার পাসওয়ার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:প্রকাশিত হয়ে গেল মহুয়া সেনের লেখা ‘ভালো থাকার পাসওয়ার্ড ‘ বইটি । বইটি রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডঃ রতন কুমার বাড়ুই।
বইটিতে রয়েছে মানুষের ভালো থাকার পাসওয়ার্ড। ব্যস্তময় যুগে মানুষ শুধুই ছুটছেন। তার থেকে তৈরি হচ্ছে শারীরিক, মানসিক নানান অশান্তি। এই সবকিছু থেকে ভালো থাকার পাসওয়ার্ড রয়েছে বইটিতে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top