✍️By Ramiz Ali Ahmed
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ যেখানে শেষ হয়েছে, তারপর কি হতো তা নিয়ে নবাগত দুই পরিচালক অয়ন সেন ও শ্বেতা বসু ছবি বানাচ্ছেন।
ছবির নাম ‘মহানগরী থেকে দূরে’।কাহিনি,চিত্রনাট্য ও পরিচালনা পরিচালকদ্বয়েরই।সেপ্টেম্বরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।ছবির শুটিং হবে চন্দন নগর ও উত্তরবঙ্গে।ছবিতে অভিনয় করবেন জয় সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায় ভাস্কর চট্টোপাধ্যায়, শ্রাবনী ঘোষ,লিলি চক্রবর্তী প্রমুখ।
গান এই ছবির অন্যতম একটা সম্পদ।সঙ্গীত পরিচালনা করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।গানের কথা সুরজিৎ চট্টোপাধ্যায়েরই।ছবিতে মোট তিনটি গান আছে।গান গেয়েছেন ইমন চক্রবর্তী, সুরজিৎ চট্টোপাধ্যায় ও প্রশ্মিতা পাল।ছবিটির প্রযোজনায় আর্টিস্ট ভিলা প্রোডাকশন-‘এ ক্রিয়েশন উইথ ক্রিয়েটিভিটি’।
ছবি: স্পন্দন মল্লিক