আনন্দ সংবাদ লাইভ :কাটোয়া থেকে কোলকাতা। মডেলিং থেকে সিনেমা। তিনি পৃথা দাস।কাটোয়াতেই পৃথার বেড়ে ওঠা। একান্ত নিজের চেষ্টা ও মা বাবার প্রেরণা ছাড়া এই কাজ সম্ভব ছিল না। ছেলে বেলা থেকে নাচ গান জানা পৃথা, এখন টালিগঞ্জের নবাগতা অভিনেত্রী। সম্প্রতি নাড়ুগোপাল মণ্ডল পরিচালিত অবলম্বন ছবিতে অভিনয় করলেন পৃথা। সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মেঘনা হালদার অভিনীত একই ছবিতে অভিনয় করতে পেরে খুব খুশি পৃথা। বাংলা ছবি অবলম্বন এর হাত ধরেই তাঁর সিনেমায় ডেবিউ ঘটে গেল। পৃথা জানালেন,”অবলম্বন ছবিতে কাজ করে অনেক কিছু শিখতে পারলাম। পরিচালক নাড়ুগোপাল স্যার ও প্রযোজক প্রিয়া ম্যাডাম ও ইউনিটের প্রত্যেকেই খুব ভালো। আগে যা শুনতাম,পরিচালক ও প্রযোজক সম্পর্কে, ধারণাটাও বদলে গেলো। এদের সাথে কাজ করে খুব আনন্দ পেয়েছি। ইতিমধ্যে আরও কয়েক জন পরিচালক দের সাথে কাজের কথা চলছে। এখোনো চূড়ান্ত হয়নি। তবে অবলম্বন ছবিটা নিয়ে সে খুব আশাবাদী।”আমাদের পক্ষ থেকে পৃথা ও তার অভিনীত প্রথম ছবি অবলম্বন এর জন্য রইলো অনেক শুভেচ্ছা ।