ভারতে নিষিদ্ধ টিকটকসহ ৫৯ টি চীনা অ্যাপAuthorPosted byramizPublishedJuly 1, 20206:12 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxভারতে নিষিদ্ধ টিকটকসহ ৫৯ টি চীনা অ্যাপTwitterFacebookLinkedInPosted by ramiz on July 1, 2020. আলাপন রায়: ভারত-চীন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এবার নিষিদ্ধ করা হল জনপ্রিয় টিকটকসহ ৫৯ টি চীনা অ্যাপ। সোমবার (২৯ জুন) দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানায় দেশের সার্বভৌমত্ব, ঐকতা ও দেশের নিরাপত্তা ও সুরক্ষা রক্ষার্থে ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন ।নিষিদ্ধ অ্যাপ এর তালিকায় টিকটক ছাড়াও রয়েছে শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্যাট, বিগো লাইভ, ক্লাব ফ্যাক্টরি, এমআই কমিউনিটি, ভাইরাস ক্লিনার, এমআই ভিডিও কল, শাওমি, হেলো, বিউটি প্লাস, ইউক্যাম মেকআপ, ক্যাম স্ক্যানার, সুইট সেলফি, প্যারালেল স্পেস, ইউসি নিউজ, উইমিট, ডিইউ রেকর্ডার, মোবাইল লেজেন্ডস, ওন্ডার ক্যামেরাসহ মোট ৫৯টি অ্যাপ। অভিযোগ উঠেছে এইসমস্ত অ্যাপ ব্যবহারে চুরি হচ্ছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য। যার কারণে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে । তবে ওয়াকিবহাল একাংশের মতে, গালওয়ান উপত্যকায় সংঘাতের ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে । যদিও এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং । এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান জানান, এ বিষয়ে চীন বেশ চিন্তিত। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলোর অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতেরই। সেই দিকটি ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি। Post Views: 1,384 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...