নিজস্ব প্রতিনিধি:বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন দ্বারপ্রান্তে । আর পুজোর নতুন গান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অখন্ড গীতবিতানের প্রথম পদক্ষেপ ভানুসিংহের পদাবলীকে নিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সায়ন্তনী গুপ্ত তার শ্রোতাদের উপহার দিলেন অভিনব এক অডিও ভিডিও অ্যালবাম। বাইপাসের পিয়ানিসিমো স্টুডিওতে এই অ্যালবামের শুভ উদ্বোধন করেন প্রয়াত সঙ্গীত শিল্পী সুবিনয় রায়ের সুযোগ্য পুত্র সুরঞ্জন রায়। সঙ্গে উপস্থিত ছিলেন স্টুডিওর কর্ণধার ও কিবোর্ডিস্ট দেবাশীষ সাহা, সঞ্চালক মধুমিতা বসু। শিল্পীর আশা তার এই উদ্যোগ তার শ্রোতাদের মন জয় করে নিতে পারবে।
ভানুসিংহের পদাবলী
- AuthorPosted byramiz
- Published
- Share this postClose sharing box
- ভানুসিংহের পদাবলী
Posted by ramiz on October 6, 2021.