Close

বড়পর্দায় ‘যমালয়ে জীবন্ত ভানু’

নিজস্ব প্রতিনিধিআজ ২৬ অগস্ট বাংলা ছবির কিংবদন্তি কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১ তম জন্মবার্ষিকী। তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্যকৌতুকময় অভিনয় জগতে একজন দিকপাল।

বাঙালি দর্শকদের মনে চিরতরে জায়গা করে নিয়েছেন ‘অবিস্মরণীয় ভানু’। কিংবদন্তি কৌতুক অভিনেতাকে শ্রদ্ধা জানাতে আসছে ‘যমালয়ে জীবন্ত ভানু’।

যা নিয়ে আসছেন আর এক জনপ্রিয় টলি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। এই ছবির গল্প এমনভাবে তৈরি যেখানে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত চির স্মরণীয় দৃশ্যগুলি অবশ্যই থাকবে এবং স্মৃতিকথা।

ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রেই দেখা যাবে শাশ্বতকে। ‘যমালয়ে জীবন্ত ভানু’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করছেন রাজা নারায়ণ দেব। ছবির একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই রূপসজ্জা। ভানুর বন্দ্যোপাধ্যায়ের লুক অবিকল আনার জন্য প্রস্থেটিক মেকাপের সাহায্য নেওয়া হবে বলে বলে জানা গেছে। ছবির মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু ।

ক্যামেরার দ্বায়িত্ব সামলাবেন রম্যদীপ সাহা।প্রযোজনায় বুড়িমা চিত্রম।নব প্রজন্মের বাঙালি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবেন ‘মাসিমা মালপো খামু’ ও অন্যান্য কালজয়ী ভানুর সংলাপ কিভাবে আজকের দাপুটে অভিনেতা শাশ্বত রূপোলি পর্দায় ফুটিয়ে তোলেন তা দেখার জন্য

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top