Close

“ব্ল্যাক স্টোন” ওয়েব সিরিজে রাহুল রায়ের বিপরীতে দেবিকা সেনগুপ্ত

By Ramiz Ali Ahmed

ব্ল্যাক স্টোন” ওয়েব সিরিজে বাংলার সিনেমার অভিনেত্রী দেবিকা সেনগুপ্তকে দেখা যাবে রাহুল রায়ের বিপরীতে। এখানে তিনি এসপির ভূমিকায় অভিনয় করছেন।রয়েছেন ঋত্বিকা সেনও। সম্প্রতি টোটা রায় চৌধুরীর বিপরীতে ‘মিশা‘ ও শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে রাজা সেনের ছবি ‘ভালোবাসার গল্প‘ নামক দুটি বাংলা সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।সেখানে তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।তাঁর দুটো ছবি মুক্তির অপেক্ষায়।শীঘ্রই বলিউডের ছবিতেও দেখা যাবে দেবিকাকে

রাহুল রায়,দেবিকা ও ঋত্বিকা ছাড়াও অভিনয় করছেন পার্থ সারথী দেব,টাবুন মুন্সী, রানা মুখোপাধ্যায়, রাহুল চক্রবর্তী,পায়েল দেবনাথ,রাজু রাজু এবং পুলকিতা ঘোষরাহুল রায় কয়লা মাফিয়ার চরিত্রে অভিনয় করছেন।ওয়েব সিরিজটির প্রযোজনা ও পরিচালনা করছেন রোহিন বন্দ্যোপাধ্যায়,কাহিনি দেবাশীষ দীঘালের,সিনেমাটোগ্রাফি কমলেশ মজুমদারের। এটি শীঘ্রই বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই‘ আসবে।

ব্ল্যাক স্টোন” ওয়েব সিরিজের দুটি গান সম্প্রতি রেকর্ড করা হয়েছে।গীত রচনা করেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন রোহান অর্জুন। সংগীত পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত সুরকার বাবুল বোস এবং গানটি গেয়েছেন শীর্ষা রক্ষিত

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top