নিজস্ব প্রতিবেদক:বেলঘরিয়া ১৭ পল্লী নাগরিক সমিতির পরিচালনায় , ৩১তম বেলঘরিয়া পৌষউৎসব ও পুষ্প প্রদর্শনী তে মূল আকর্ষণ ” পুষ্প প্রদর্শনী ” -র শুভ উদ্বোধন হয়ে গেল।
উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় শুভরূপ মিত্র ( বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী , কামারহাটি বিধানসভা),সমীরণ দাস ( পৌর প্রশাসক মন্ডলীর সদস্য, কামারহাটি পৌরসভা ),আইনজীবী দেবযানী মুখার্জী (কো-অডিনেটর, কামারহাটি পৌরসভা)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র l
মুখ্য প্রশাসক , উত্তর দমদম পৌরসভা বিধান বিশ্বাস l
বিশেষ আকর্ষণ হিসাবে পুষ্প প্রদর্শনীর শুভ উদ্বোধন পর্বে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুরুলিয়ার ছৌ-নাচ ।