Close

‘বেইমান’- এর পোস্টার প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:জামাল উদ্দিন সরদার প্রযোজিত ও পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বেইমান’- এর পোস্টার ও গানের সিডি প্রকাশ হলো। ২৯ ডিসেম্বর শুক্রবার, কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।

প্রোফাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ‘বেইমান’ মূলতঃ পারিবারিক ছবি। সেই সঙ্গে রোমান্টিকও।
কাহিনীকার কল্যাণ দত্ত। চিত্র নাট্য ও সংলাপ লিখেছেন জামাল উদ্দিন সরদার। গীতিকার সূর্য চ্যাটার্জী। অভিনয় করেছেন জুনায়েদ খান,ঋত্বিকা সেন, অভীক ভট্টাচার্য, অনুরাধা রায়,গৌর সরদার প্রমুখ। দু’ ঘন্টার এই ছবির শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায়।

অনুষ্ঠানে ছবির নায়ক জুনায়েদ খান বলেন, বেইমান এমন একটি ছবি যা, পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারে। বাংলা ছবির দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার জন্য তিনি আবেদন জানান।

আগামী বছর মার্চ মাসে মুক্তি পেতে চলেছে বেইমান।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top