Close

বিশ্বরূপ বিশ্বাসের “যাবি নাকি”

আনন্দ সংবাদ লাইভ:”যাবি নাকি”, শুধু প্রশ্ন না , সিনেমার নাম, অবশ্য সল্প দৈর্ঘ্যের। সিনেমার শুটিং হয়েছিল লক ডাউনের আগে।
অবশেষে আগামী ৯ই অক্টোবর মুক্তি পেতে চলেছে পরিচালক বিশ্বরূপ বিশ্বাসের এই চলচ্চিত্র ” যাবি নাকি “।

ছবির অভিনেতারা প্রত্যেকেই পরিচালক বিশ্বরূপ বিশ্বাসের অ্যাক্টিং ওয়ার্কশপের ছাত্র ছাত্রী, এছাড়াও ছবিতে রয়েছেন সিনেমা – সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় বিশ্বাস।
সিনেমার বেশীর ভাগটা ই শ্যুটিং হয়েছে মানেভঞ্জন, কালাপোখরী, টংলু এবং সান্দাকফুতে।

এখন অবশ্য মিউজিক মিক্সিং এর কাজ চলছে, তবে creators এর production house থেকে ইতিমধ্যে ঘোষণা হোয়েছে ৯ই অক্টোবর ছবিটি দেখা যাবে Creators এর official YouTube চ্যানেলে।

বাড়িতে বসে সান্দাকফু ট্রেকিং এর অভিজ্ঞতা পেতে হলে চোখ রাখুন Creators এর YouTube channel এ। আর মাত্র ১ দিন এর অপেক্ষা , তবে এখন কার মত একবার ট্রেলর টি কিছুটা ক্ষুধা উদ্রেকারক হিসেবে দেখা যেতে পারে

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top