✍️By Ramiz Ali Ahmed
‘ডাবর গুলাবরি গোলাপ পরি’ সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি বিজয়িনী হন ২০১৯ সালে।তারপর একবছর পূর্বভারতের ডাবর গুলাবরীর মুখ হিসেবে তাকে দেখা যায়।এরপর নিয়মিত বিভিন্ন ব্রান্ডের হোর্ডিং -এর ফটোশুট।পি সি চন্দ্র জুয়েলারি,পরম্পরা আয়ুর্বেদ-এর বিজ্ঞাপনেও তাকে দেখা গেছে।তিনি প্রান্তিকা দাস।
এহেন প্রান্তিকার আগামীকাল প্রিমিয়ার হতে চলেছে তেলেগু ফিচার ফিল্ম ‘সাদানী প্রেমআলো’।রোমান্টিক এই ফিচার ফিল্মে প্রান্তিকার বিপরীতে অভিনয় করেছেন চৈতন্য সাগিরাজু।সুযোগটা কিভাবে এলো জানতে চাইলে, কলকাতার যাদবপুরের কন্যা প্রান্তিকা মিষ্টি হেসে জানালেন ,”সোশ্যাল মিডিয়া দেখেই ওনারা প্রথম যোগাযোগ করেন।আমি প্রথমে একদমই গুরুত্ব দিই নি।ভেবেছিলাম কোনো ফেক।কিন্তু পরে যখন পুরো স্ক্রিপ্ট পাঠালো তখন বিশ্বাস করলাম।এরপর তো শুটিং হলো।ওখানে সবাই আমাকে দারুন সাপোর্ট করেছে।ছবির পরিচালকের নাম লক্ষণ কে কৃষ্ণা।আমার চরিত্রের নাম দেবযানী শর্মা।”
এরপর তিনি একটি ওয়েব সিরিজও করছেন তেলেগুতেই।পাশপাশি খুব শীঘ্রই তাকে দেখা যাবে বাংলা ছবি ‘কিশমিশ’-এ দেব-এর বন্ধুর ভূমিকায়।ভবিষ্যতে তিনি আরো ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চান।ভালো কোনো সুযোগ পেলে টেলিভিশন করতেও ইচ্ছুক প্রান্তিকা।আপাতত ব্যস্ত তার ডেবিউ তেলেগু ছবি ‘সাদানি প্রেমআলো’ নিয়ে।আগামীকালই ছবির প্রিমিয়ারে তিনি যাচ্ছেন হায়দ্রাবাদে।