Close

বাকসা ব্রাত্য নাট্য জনের অন্তরঙ্গ নাট্যমেলা

কেকা মিত্র: বাকসা ব্রাত্য নাট্যজন আয়োজিত অন্তরঙ্গ নাট্যমেলা’র ২০২০ দ্বিতীয় পর্বের প্রথম দিন ছিলো যথা ২৮শে জানুয়ারি ২০২১ বাকসা চৌধুরী বাড়ি মাঠ প্রাঙ্গনে মদনমোহন মঞ্চে। প্রথম দিনের আয়োজন ছিলো পথনাটক বা স্ট্রিট ড্রামা। আমাদের আহবানে ওই দিন উপস্থিত ছিলেন মানিকতলা নব অজান্তিক এর নাটক গঙ্গারামের পাকা দেখা এছাড়াও ছিলেন বিসর্গ থিয়েটার এর নাটক বাঘ-চাল তাছাড়া ওই দিন বাকসা ব্রাত্য নাট্যজন এর ব্লাডি বুলসিট নাটক ও মঞ্চস্থ হলো।
অন্তরঙ্গ নাট্যমেলা’র দ্বিতীয় দিন যথা ২৯শে জানুয়ারি ২০২১ বাকসা প্রথম আলো সুদীপ মঞ্চে অনুষ্ঠিত হল অন্তরঙ্গ পর্ব এবং কোয়েলা’র নাটকের ছবি প্রদর্শনী নাট্য চিত্র-চিত্র নাট্য। ওই দিন সুদীপ মঞ্চ এবং চিত্রনাট্য-নাট্যচিত্র নাটকের ছবি প্রদর্শনীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন বাকসা ব্রাত্য নাট্যজন দলের সভাপতি শ্রীমতি মানু বোস,ওই দিন বাকসা ব্রাত্য নাট্যজন এর আহবান এগিয়ে এসেছেন সুদূর আসাম থেকে রেপ্লিকা থিয়েটার এবং তাঁদের নাটক ভাইরাস নিয়ে, এসেছেন কলকাতা রঙ্গশীর্ষ এর অন্য শকুন্তলা, নৈহাটি রঙ্গসেনা শ্রীচরণকমলেষু এছাড়াও ছিলেন বিভাবন এর নাটক তবুও আমরা, আর শেষ নাটক অল্টারনেটিভ লিভিং থিয়েটার এর ভালোবাসার রঙ।
নাট্যমেলা’র তৃতীয় দিন যথা অন্তিম দিন ৩০শে জানুয়ারি ২০২১ প্রথম আলো রামমোহন মঞ্চে আমাদের মুক্ত মঞ্চ বা ওপেন এয়ারে পর্ব। ওই দিন বাকসা ব্রাত্য নাট্যজন এর আহবান উপস্থিত ছিলেন নাট্যদল মেধা র নাটক লাটাই, সহজপাঠ এর মল্লভূমি, মিমিক এর মাইম নাটক,রবীন্দ্র নগর নাট্যায়ুধ এর নাটক পাঁক,রিষড়া দূরায়ন এর নাটক আঙুল,এবং সর্বশেষ থিয়েটার সাইন ডানকুনি’র নাটক পোস্ট মাস্টার
ওই দিন ব্রাত্য নাট্যজন সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট নাট্য গবেষক শ্রী আশিস গোস্বামী, বিশেষ সম্মান প্রদান করা হলো থিয়েটার সাইন এর পরিচালক নাট্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিশেষ সম্মান প্রদান করা হলো নাটকের বিশিষ্ট চিত্র গ্রাহক কোয়েলা মহাশয়াকে। কোয়েলা সেদিন বাকসা ব্রাত্য নাট্যজন এর হাতে তুলে দিলেন ব্লাডি বুলসিট নাটকের অসাধারণ কিছু কিছু ছবি যা পরম প্রাপ্তি বাকসা ব্রাত্য নাট্যজন-এর।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top