Close

বাংলা ছবিকে সম্মানীয় জায়গায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য:দেব

✍️By Ramiz Ali Ahmed

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প অবলম্বনে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার প্রকাশ পেল মানি স্কোয়ার পিভিয়ার-এ।ছবির পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়।সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন।ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়,খরাজ মুখোপাধ্যায়,অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দ প্রমুখ।

ছবির হবুচন্দ্র রাজা শাশ্বত চট্টোপাধ্যায় জানালেন,”আমার স্বপ্ন সার্থক হল।ছোটবেলায় গল্প শুনে যা যা চিন্তা করেছিলাম, সেই রাজত্বে আমি রাজা হয়ে বসলাম-এটা তো স্বপ্নপূরণ।যতদিন শুটিং করেছি একটা অদ্ভুদ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি।ওই পোশাক আশাক, ওই রাজসভা,হাথি,ঘোড়া,রথ- এগুলো তো কল্পনায় ছিল এতদিন বাস্তবে সুযোগ পেয়ে গেলাম।”

ছবির প্রযোজক সুপারস্টার দেব বললেন,”আমাদের চেষ্টা বাংলা ছবিকে কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়।আমরা রাজা রানীর গল্প দেখেছি ‘বাহুবলী’র মতো ছবিতে,ডিজনি প্রায়ই এই ধরনের ছবি করে থাকে।বিগত কুড়ি পঁচিশ বছরে বাংলায় এই ধরনের বাচ্চাদের ছবি হয়নি।দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস-এর লক্ষ্য শুধু বক্সিং বা ফ্লাইট নিয়ে নয়,সমস্ত শ্রেণীর দর্শকদের জন্য ছবি বানানো।সেই চেষ্টা থেকে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র গল্পটা মাথায় আসে।যখন ছবিটা রিলিজ হবে কেউ যাতে বলতে না পারে আবার ফালতু একটা বাংলা ছবি দেখছি,কেনই বা এই ছবি করলো।এর ভিজুয়াল, এর সেট আপ সব আন্তর্জাতিক মানের রাখার চেষ্টা করেছি।যারা ‘বাহুবলী’ দেখেছে,যারা ‘গুপি গাইন বাঘা বাইন’ দেখেছে তাদের যেন মনে না হয় আমরা সস্তার একটা রাজকাহিনী দেখছি।দুর্দান্ত অভিনেতা,অভিনেত্রী এবং দুর্দান্ত গল্প নিয়ে ভালো একটা ছবি।এই ছবির জন্য যা যা প্রয়োজন হাতি,ঘোড়া,রাজপ্রাসাদ, সৈনিক,বাজার সবকিছুই আছে।আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন আমরা কতটা খেটেছি।”


দেব আরো বললেন আমার প্রযোজক হবার একটাই কারণ ছিল আমি যে ধরনের ছবি দেখতে পছন্দ করি বাংলায় সেরকম ছবি হচ্ছিল না।স্পোর্টস মানেই ফুটবল,স্পোর্টস মানেই ক্রিকেট তার বাইরে বেরতাম না।আজকে মুম্বাইতে বক্সিং নিয়ে ছবি হচ্ছে,আমরা চার বছর আগেই ‘চ‍্যাম্প’ করেছিলাম।অনেকে বলছে তো ছবিটা অনেকটা ‘চ‍্যাম্প’ থেকে ইন্সপায়ার্ড।আজকে মুম্বাইতে ফ্লাইট নিয়ে ছবি হচ্ছে।আমরা পাঁচ বছর আগে ‘ককপিট’ বানিয়েছিলাম।আমরা ‘কবীর’ বানিয়েছিলাম মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত গোটা একটা ট্রেন নিয়েই।আজকে প্রযোজক হিসেবে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ বানাচ্ছি।বাংলা ছবিকে সম্মানীয় জায়গায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”

কথা প্রসঙ্গে দেব আরো জানালেন,”এই ছবিটি যেমন অপু দা (শাশ্বত চট্টোপাধ্যায়),খরাজ দা ছাড়া সম্ভব হতো না,অনিকেত দার মতো পরিচালক না থাকলে ছবিটা কমপ্লিট হতো না,ঠিক তেমনি কবীর সুমন-এর সঙ্গীত ছাড়াও অসম্পূর্ণ থেকে যেতো।এই ছবির একটা বড় সম্পদ কবীর সুমন।ছবির গান,গানের কথা অসাধারণ। ছবিতে বাংলা খেয়াল আছে।ছবিতে সুন্দর সুন্দর গান আছে।”


‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পাবে ১০ অক্টোবর।

ছবি:প্রকাশ পাইন

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-র ট্রেলার:

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top