Close

‘বহুরানী’র পোষ্টার প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:মঙ্গলবার শহরের একটি অভিজাত হোটেল ফেয়ারফিল্ডে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হল ‘বহুরানী’র পোষ্টার।ছবির প্রেক্ষাপট মাইথলজিক্যাল হরর ও সাসপেন্স অবলম্বনে । শর্টফিল্মটিতে অভিনয় করেছেন বিক্রম সোনি,প্রীতি জৈন্, সানা রায়, বিদিশা চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য ও সৌরভ দাস।পরিচালনা করছেন সৌরভ বন্দোপাধ্যায়। প্রযোজনায় ইভেন্ট ক্রাফ্ট ও প্রমোদ চৌধুরী।ক্যামেরার দ্বায়িত্ব সামলেছেন প্রীতম কুমার শাহ এবং কৌস্তভ।ছবিটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানা গেছে। পোস্টর লঞ্চের আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক,অভিনেতা, অভিনেত্রীরা,ইভেন্ট ক্রাফ্টের কর্ণধার দেবরাজ দাস প্রমুখ । দেবরাজ দাস জানালেন,”আমরা আরো নতুন নতুন শর্টফিল্ম, মিউজিক ভিডিও তৈরি করে নতুনদের সুযোগ দিতে চাই।”

‘বহুরানী’র পোষ্টার প্রকাশের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করলেন আনন্দ সংবাদ লাইভ-এর চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top