Close

বলিউডে ডেবিউ বাংলার সায়নী দত্ত-র

By Ramiz Ali Ahmed

সায়নী দত্ত

বলিউডে সুযোগ ঘটল বাংলার অভিনেত্রী সায়নী দত্ত-র।’মাইকেল’,’সাদা কালো আবছা’,’কায়া’,’চোরাবালি’ ইত্যাদি বাংলা ছবিতে সায়নীর অভিনয় প্রশংসিত হয়েছিল।এহেন সায়নী এখন শুটিং করছেন সরমদ খান পরিচালিত হরর থ্রিলার ‘দ্য ওয়াইফ‘ ছবিতে।সায়নীর বিপরীতে অভিনয় করছেন হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরি।শুটিং হচ্ছে জয়পুরে।জয়পুরের জি-স্টুডিও-র ভিতরেই সেট তৈরি করে বেশিরভাগ শুটিং হচ্ছে।লকডাউনের আগেই বেশিরভাগ শুটিং হয়ে গিয়েছিল।বাকি অংশের শুটিং চলছে এখন।এখন দেখার বাঙালি এই কন্যার অভিনয় বলিউডে কতটা নজর কাড়ে!

Leave a Reply

0 Comments
scroll to top