Close

বন্ধু,গাছ লাগাও

মহুয়া বেগম

ছবি –মণীষা গায়েন (বাবী)

ঈদ মোবারক,সকলে থাকো সুচেতনায়।

ভয় নয়।সাবধানে সতর্কে থাকো করোণায়।

লকডাউন?যোগব্যায়ামে একটু সময় করে নাও।

বাগান করো,উঠানে অথবা ছাদে গাছ লাগাও ।

গাছের উপকারিতা জানো তো সবাই।

গাছ দেয় ফুল ফল অক্সিজেন, সবুজে আনন্দ পাই।

মানুষের থাকতে পারে দুঃখ অথবা হতাশা।

উচ্চশিক্ষিত কতজন বেকার।কোথায় চাকরির আশা?

রাজনীতিতে কোথায় হৃদয় ?কোথায় দরদী জন?

কে ভাবে বেকারদের কথা?কোথায় সুন্দর মন?

তবুও দুঃখ পেলে চলে না।থেকো সুচেতনায়।

শস্যক্ষেত্র দেখে মন ভরে,ছাদে বাগানও মন ভরায়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top