Close

ফেস অফ বেঙ্গল-এর মুকুট উন্মোচন

নিজস্ব প্রতিনিধি:বাংলার সেরা সুন্দরী ও সপ্রতিভ মুখের সন্ধান। আগামী ১৭ই জানুয়ারি সন্ধান মিলবে সেরা বাংলার মুখের। ফেস অফ বেঙ্গল সৌন্দর্য্য প্রতিযোগিতার গ্র‍্যাণ্ড ফিনালে অনুষ্ঠিত হবে সামনের বছর ১৭ জানুয়ারি তার আগে রবিবার বাইপাসের ধারে এক হোটেলে জনপ্রিয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের উপস্থিতিতে উন্মোচন হয়ে গেল সেরা সুন্দরীর মুকুট।
“অতিমারীর প্রকোপের মধ্যেও আমরা প্রচুর প্রতিযোগীনি পেয়েছি এবার। তার মধ্যে ১৫ জনকে বেছে নিয়ে গ্রুমিং পর্ব চলছে। অভিনেত্রী পায়েল মুখার্জী, শ্যামা-খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য্য, মডেল রিচা শর্মা, স্টাইলিস্ট জন সেনগুপ্ত মূল পর্বে প্রতিযোগীদের করবেন,” মুখ্য আয়োজক বিলকিস পারভিন জানালেন।
পি অ্যান্ড সি ওপিসি প্রাইভেট লিমিটেড আয়োজিত এই সুন্দরী প্রতিযোগিতার মূল আকর্ষণ ক্যালেন্ডার প্রকাশ। বাংলার সেরা মুখদের নিয়েই গ্র‍্যান্ড ফিনালেতে প্রকাশিত হবে এই গ্ল্যামারে ঠাসা ক্যালেন্ডার। প্রতিযোগিতার টাইটেল স্পনসর মিনু শাড়ী। ফুড পার্টনার মনজিনিস। ভেন্যু পার্টনার টপকেট অফবিট।

মুকুট উন্মোচনের এক্সক্লুসিভ ছবি উঠে এল আনন্দ সংবাদ লাইভ-এর প্রধান চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা‘র ক্যামেরায়

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top