Close

পুস্তক সমালোচনা : ‘রাষ্ট্রব্যাধির উপসর্গ’

‘রাষ্ট্রব্যাধির উপসর্গ’ একটি রাজনৈতিক প্রবন্ধ-সংকলন। বর্তমান বিশ্বের সমগ্র মানবসভ্যতা যে ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে পৌঁছেছে সেটাকে প্রাবন্ধিক পুঁজিবাদী সভ্যতার ট্রাজিক উপসংহার বলে মনে করেছেন। কোভিড-আক্রান্ত বর্তমান বিশ্বের বহুমাত্রিক উপসর্গকে বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন ‘পুঁজিবাদ নিজেই একটি ভাইরাস’। তাঁর মতে পৃথিবীতে পুঁজিবাদী সভ্যতা এমন এক অসহনীয় ‘পচনশীল পর্যায়’ এ এসে পৌঁছেছে যেখান থেকে আপাতত পরিত্রাণের সহজলভ্য উপায় নেই। এই প্রবন্ধ সংকলনের বিভিন্ন প্রবন্ধের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে পুঁজিবাদী রাষ্ট্রগুলো তাদের অতীতের সক্ষমতা হারিয়ে এক সার্বিক নৈরাজ্যের প্রতিষ্ঠান হিয়ে উঠেছে। এই সংকলনের পনেরোটি প্রবন্ধ থেকে পাঠক নিজেই একটি সমাজের নাগরিকদের বহুমাত্রিক যাপন-সংস্কৃতির উপরে রাষ্ট্রের প্রভাবের পরিমাপ নিতে পারবেন।

প্রবন্ধ গ্রন্থঃ রাষ্ট্রব্যাধির উপসর্গ
লেখকঃ জুলফিকার জিন্না
প্রকাশনা- সৃজন পাবলিশার্স

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top