Close

পুস্তক সমালোচনা – বনফুলের মালা

পেশায় শিক্ষক জয়দেব সাঁতরার নেশা সুস্থ সংস্কৃতিতে‌। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর স্বরচিত কবিতা পাঠ ভালো লেগেছে। ছোটোবেলা থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে কবিতা এবং গল্প লেখা। সম্প্রতি হাতে পেলাম শিক্ষক জয়দেব সাঁতরার লেখা বনফুলের মালা কাব‍্যগ্রন্থখানি। এই পুস্তকের সব কবিতা ভালো লেগেছে। ভালো লেখেন জয়দেববাবু। সুন্দর মলাটের সুন্দর প্রচ্ছদ চিত্রের এই পুস্তক দেশ প্রকাশন থেকে প্রকাশিত। এই পুস্তক পাঠকমহলে নজর কাড়তে পারে। এই আশা রাখা যায়।

     রিভিউ – পিয়াসী মল্লিক।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top