Close

‘পুজো এলো বলে…’-এর জমজমাট আনুষ্ঠানিক প্রকাশ

✍️By Ramiz Ali Ahmed
কলকাতার সাউথ সিটি মল-এর বারিষে আনুষ্ঠানিকভাবে প্রকশ পেল মিউজিক ভিডিও ‘পুজো এলো বলে…’। কলসি প্রোডাকশন্স নিবেদিত মন্তাজ আলি প্রযোজিত এই মিউজিক ভিডিওটিতে গান গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কিতা ভট্টাচার্য।গানের কথা লিখেছেন রাজা বন্দ্যোপাধ্যায়।মিউজিক ভিডিওটির ভাবনা এবং পরিচালনাও রাজা বন্দ্যোপাধ্যায়ের।মিউজিক কম্পোজ করেছেন এম.তীর্থ,দৃশ্যগ্রহণ করেছেন সুশান্ত ঘোষ।মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, মেঘনা হালদার,সুমিত সমাদ্দার,আরাত্রিকা বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা, আলেয়া ফারহিন।

আরাস ভিশনের ব্যবস্থাপনায় রাজা বন্দ্যোপাধ্যায়ের গানের কথা ও পরিচালনায় এবং এম তীর্থের সঙ্গীত পরিচালনায় ‘পুজো এলো বলে…’-এর জমজমাট আনুষ্ঠানিক প্রকাশের বিভিন্ন মূহর্ত রইলো আপনাদের জন্য

ছবি : বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
scroll to top