Close

পরিচালক তন্ময় রায় নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু

নিজস্ব প্রতিবেদক:পরিচালক তন্ময় রায় শেষ চিঠি এবং রাজনন্দিনী সফলভাবে পরিচালনা করার পর নতুন করে সফলভাবে ওয়েব সিরিজ শুরু করলেন।
এ লিটিল এফোর্ট নিবেদিত ওয়েব সিরিজের নাম রমেনের ডাইরি। ৫০ টি সিরিজের প্রথম দুটি গল্প (এটিকেট)এবং
(নোবেল হার্ট ) কাজ শেষ করে এক সাংবাদিক সম্মেলনে জানালেন পরিচালক তন্ময় রায় মানবিক মূল্যবোধ ও সামাজিক অনুপ্রেরণামূলক বিষয়টা নির্ভর করে আমাদের এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে।

প্রথম গল্প “এটিকেট” এ অভিনয় আছেন
রমেন বিশ্বাস, অঞ্জিষ্ঠা,শ্রীতম সূত্রধর ও শান্তনু সূত্রধর।
এবং দ্বিতীয় গল্প “নোবেল হার্টে” অভিনয় করেছেন অঞ্জিষ্ঠা,
আকাশ নন্দী, মালা চক্রবর্তী, সমাপ্তি পলমাল ,মিন্টু দা ও রমেন বিশ্বাস। নাড়ু
গোপাল মন্ডলের সামগ্রিক পরিকল্পনায় সিরিজের কালার এফেক্টস প্রস্তুত করেছেন রাহুল।
খুব শীঘ্রই এই দুটি গল্প সহ মোট ৫০ টি কাহিনী দেখা যাবে এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও দেখা যাবে বলে জানানো হয়েছে

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top