![](https://i0.wp.com/www.anandosangbadlive.com/wp-content/uploads/2021/01/IMG-20210124-WA0010-1024x768.jpg?resize=1024%2C768)
শেখ নাসিম উদ্দিন মন্ডল : রাজ্যের বিভিন্ন প্রান্তের নিট পরীক্ষার্থীদের নিয়ে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির উদ্যোগে সারাদিনের এক বিশেষ অধিবেশন হয়ে গেল রবিবার ২৪ জানুয়ারি। কলকাতার নিউটাউনে এই অধিবেশনে অংশ নেন ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকরাও । স্বাগত ভাষণ দেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডিরেক্টর শেখ জসিম উদ্দিন মন্ডল। পরীক্ষায় লক্ষ্যভেদ করতে উচ্চ মাধ্যমিক স্তরের পর নিজেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, এ বিষয়ে বিস্তারিত বলেন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ড. শুভময় দাস, অধ্যাপক ড. জুনায়েদ জাভেদ, ড. দেবব্রত মুখোপাধ্যায়, সামিম সরকার , অধ্যাপক ফিরদৌস আহমেদ, অনির্বাণ ভট্টাচার্য, আসিফ মুমতাজ, আশিস বসু প্রমুখ। এদিনের অধিবেশন পরিচালনা করেন পান্থ মল্লিক, নায়ীমুল হক।