নিজস্ব প্রতিনিধি:আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে নারীদিবসে নারীদের সন্মান নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের পুরস্কার স্বরূপ কলকাতা প্রেস ক্লাবে সংবর্ধিত করা হল রুপা চৌধুরি, চিতালী দাস,পল্লবী সাউ,সুপর্ণা দাশগুপ্ত,মৌসুমী বর্ধন সহ সফল ও প্রতিষ্ঠিত নারীদের।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীস শূর,আইনজীবী রাজশ্রী মহাপাত্র,পরিচালক সুদেষ্ণা রায়,সংবাদিক অনুপ বর্ধন এবং ‘আশ্রয়’-এর কর্ণধার শান্তনু সিনহা সহ আরও অনেকে।