Close

নলেতে ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকে নলে গ্রামে আমরা সবাই ক্লাবের উদ্যোগে সম্প্রতি একদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। এই খেলায় আটটি টিম অংশগ্রহণ করে। খেলায় টসে জিতে বিজয়ী হয় হাওড়ার সাঁতরাগাছি মিঠি এন্টারপ্রাইজ, বিজিত হয় ধনিয়াখালি ইয়ং অ্যাসোসিয়েশন।

খেলার অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফরিদ আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়না ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পাদা)। ধনিয়াখালি ইয়ং অ্যাসোসিয়েশন এর সভাপতি ও সোমসপুর(১) পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ বলেন বাংলার খেলাধুলার চর্চাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, বিশেষ করে ফুটবল খেলা আমাদের প্রিয় খেলা, সেই খেলায় যাতে তরুণ সমাজ উদ্দীপ্ত হয় তার জন্যই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top