Close

ধ্রুব অধিকারীর “ডার্টি” এবং “খাঁচা” ও.টি.টি প্ল্যাটফর্মে

নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি লায়ন হার্ট মিডিয়া প্রোডাকশনের ব্যানারে, ধাগা প্রোডাকশনের সহযোগিতায় একটি ফিচার ফিল্মের প্রিপ্রোডাকশন নিয়ে ব্যস্ত তরুণ চিত্রপরিচালক ধ্রুব অধিকারী । মারণরোগ ক্যান্সার নিয়েই কাজ করেছেন তিনি । তার পরিচালনায়, দুটি স্বল্পদৈর্ঘ্যর ছবি “ডার্টি ” ও “খাঁচা” খুব শীঘ্রই আসতে চলেছে ও.টি.টি প্ল্যাটফর্মে । আজ প্রেস-কনফারেন্সে লঞ্চ করা হলো স্বল্পদৈর্ঘ্যর ছবি দুটির লোগো ।

এই দুটি স্বল্পদৈর্ঘ্যর ছবিতে অভিনয় করেছেন- অভিনেতা সত্যম মজুমদার, অভিনেত্রী সৃজনী মিত্র, পায়েল মুখার্জী, অভিনেতা মুস্তাক আহমেদ, সম্রাট মজুমদার ও অন্যান্য কলাকুশলীবৃন্দ । এই প্রেস-কনফারেন্সে মুখ্য অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অন্যতম পরিচালক এবং অভিনেতা অনিন্দ সরকার, প্রোডিউসার লক্ষণ দাস, ধাগা প্রোডাকশনের তরফ থেকে প্রোডিউসার শুভঙ্কর মিত্র এবং লায়ন হার্ট মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে প্রোডিউসার শিবপ্রসাদ প্রামানিক প্রমুখরা । ধাগা প্রোডাকশনের তরফ থেকে অনিরুদ্ধ সরকার জানিয়েছেন, “সকলের সহযোগিতায় এভাবে মিলেমিশে যদি ভালো প্রোডাকশন করা যায় তাহলে আখেরে বাংলা চলচিত্রের সুসময় আসবে অচিরেই” ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top