Close

দেবরাজের আন্ডারওয়ার্ল্ড আসছে

নিজস্ব প্রতিনিধি:দেবরাজ ব্যানার্জী অভিনীত ও পরিচালিত ছবি আন্ডারওয়ার্ল্ড মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারিতে। অন্ধকার জগতের ডনদের নিয়ে তৈরী এই রহস্যময় ছবিটি দর্শকদের মন জয় করবে এমনটাই মনে করেন পরিচালক দেবরাজ ব্যানার্জী। এই ছবিতে টাইগার নামক এক ভয়ানক ডনের চরিত্রে অভিনয় করছেন দেবরাজ। তার সঙ্গীনী হিসাবে রিচার চরিত্রে অভিনয় করছেন নবাগতা একতা চ্যাটার্জী। একটি বিশেষ চরিত্রে আছে বাদশা খান খ্যাত মিস জিনজা। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন ত্রিদিব ঘোষ। আনন্দ মোহন দে। শুভজিত কড়েয়া। জীবন কুমার। প্রবাল বিশ্বাস। পৌলমী। বাপ্পাদিত্য চ্যাটার্জী। মহাদেব মন্ডল এবং আরো অনেকে। ছবিটি বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই তৈরী হচ্ছে। বেলা ব্যানার্জী প্রোডাকশন প্রযোজিত এই ছবিটি দেখা যাবে উক্ত প্রোডাকশানের Youtube channel এ। এই ছবির ক্ষেত্রে যার অবদান ও সবরকম সাহায্য রয়েছে তিনি মৃত্যুঞ্জয় রায়। তার কাছে প্রোডাকশান সর্বতভাবে কৃতজ্ঞ।

Leave a Reply

0 Comments
scroll to top