Close

দুঃস্থ অসহায় মানুষের পাশে অভিনেত্রী মধুমিতা সরকার

নিজস্ব প্রতিনিধি:পিতৃপক্ষের অবসানে ও দেবীপক্ষের সূচনায় , মহালয়ার সকালে অভিনেত্রী মধুমিতা সরকার পৌঁছে গিয়েছিলেন উত্তর কলকাতার নিমতলায় , ভূতনাথ মন্দির প্রাঙ্গণে। সেখানে তিনি উপস্থিত দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্ৰী। শারদীয়ার প্রাক্কালে মা দুর্গার আগমনের সুর যেন বেজে উঠলো এই মানুষগুলোর এক চিলতে হাসিতে। অসহায় মানুষগুলোর মুখের হাসিতেই মধুমিতা পান পুজোর আনন্দ।

তাঁর মতোই , এই আনন্দে সামিল হতে দঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান মধুমিতা।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top