Close

তিন খান পর্দায় একসঙ্গে!

By Special Correspondent

বলিউডের তিন খান পর্দায় একসঙ্গে!অর্থাৎ শাহরুখ-সলমন-আমির একসঙ্গে !!হ্যাঁ…এই প্রথমবার কোনও ছবিতে ঘটতে চলেছে । এর কৃতিত্ব অবশ্যই মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। শোনা যাচ্ছে, তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’র দৌলতেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউডের ৩ ‘খান’।

শোনা যাচ্ছে, নয়-এর দশকের স্মৃতি উসকে লাল সিং চাড্ডায় ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় চরিত্র ‘রাজ’-এর বেশে এই ছবিতে দেখা যাবে শাহরুখকে। আর সলমনকে দেখা যাবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমের ভূমিকায়। ‘লাল সিং চাড্ডা’ ছবির মূল চরিত্র আমিরকে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেটে যেতে দেখা যাবে। আর সেখানেই এক ঝলক দেখা যাবে ‘রাজ’ রূপী শাহরুখকে। ইতিমধ্যেই নাকি কিং খান ক্যেমিও চরিত্রটির শ্যুটিংও সেরে ফেলেছেন। একইভাবে সলমনকেও ক্যেমিও চরিত্রে দেখা যাবে বলে খবর। যদিও পুরো বিষয়টি নিয়ে ছবির নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, শাহরুখ ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। আর সলমনের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ মুক্তি পেয়েছিল তারও আগে ১৯৮৯ সালে। দুটি ছবিই বক্স অফিসে সুপার হিট।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top