Close

তাড়দহ উত্তর প্রতাপনগর মিলন সংঘ এর পরিচালনায় অনুষ্ঠিত হলো একদিনের আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা


✍️আশীষ কুমার মিত্র

তাড়দহ উত্তর প্রতাপনগর মিলন সংঘের পরিচালনায় গত ২৬ নভেম্বর ২০২৩ রবিবার তাদের খেলার মাঠে অনুষ্ঠিত হলো
দলীয় একদিনের ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল টুর্নামেন্ট তাদের দ্বিতীয় বছর। সকাল – সন্ধে এই খেলা অনুষ্ঠিত হয়। এই ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দী, সোনারপুর থানার আই সি সঞ্জীব চক্রবর্তী, কলকাতা লেদার কমপ্লেক্স থানার আই সি প্রশান্ত ভৌমিক, সমাজসেবী গৌতম মন্ডল, বাসা ফুটবল একাডেমির প্রেসিডেন্ট জয়ন্ত কুন্ডু, সম্পাদক চিত্তরঞ্জন সরদার, সঞ্চালক জয়শ্রী ভট্টাচার্য ও নিমাই প্রামাণিক। খেলায় অংশ নেয়
৮ টি দল। সেই দলগুলো হলো কাপাসাইট মডার্ন ক্লাব, দেবরাজ একাদশ ( তিউরিয়া), ছয়নাভি বি
আর আম্বিতকার, বায়াফরা ফুটবল একাডেমী, মহাপ্রভু বিন্টান ( গেরোডাঙ্গা), অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ, শ্যামলি বস্ত্রালয় (নতুন বাজার), খানাবেরিয়া অগ্রগামী স্পোটিং ক্লাব। এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ। রানার্স হয়
বায়াফরা ফুটবল একাডেমী। চ্যাম্পিয়ন টিমের পুরস্কার মূল্য ছিলো চল্লিশ হাজার এক টাকা এবং ট্রফি।
রানার্স পায় পঁয়ত্রিশ হাজার এক টাকা ও ট্রফি। ম্যান অফ দা ম্যাচ ও টপ স্কোরার হয় বাবর।
ম্যান অব দা ট্রেনামেন্ট হয় ঝোরো এবং সেরা গোলকিপার এর পুরস্কার পায় ফারুক। এইদিন মঞ্চে পুরস্কার প্রদান করেন তাড়দহ উত্তর প্রতাপনগর
মিলন সংঘের সম্পাদক সঞ্জয় প্রামাণিক, সভাপতি অভিজিৎ প্রামাণিক, খেলার পরিচালক সোমনাথ সাহা, উপদেষ্টা মন্ডলীর তাপস মন্ডল, সুকান্ত মন্ডল, বাপ্পা মন্ডল, নিমাই প্রামাণিক, পালান চন্দ্র প্রামাণিক, দেবাশিস প্রামাণিক, অরিজিৎ মাঝি, দীপঙ্কর মন্ডল, সমরেশ প্রামাণিক ও রাকেশ রায়চৌধুরী।সব মিলিয়ে জমে উঠেছিলো এক দিনের এই ফুটবল প্রতিযোগিতা।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top