নিজস্ব প্রতিনিধি:কাল প্রতিমা নাট্যদলের ১২ বছর এ পদার্পন উপলক্ষে গত ১ ও ২ রা আগস্ট সোমবার ও মঙ্গলবার ২০২২ দক্ষিন কলকাতার তপন থিয়েটারে তারা আয়োজন করেছিলো বর্ষামঙ্গল নাট্যমেলা ২০২২। এই উৎসবের প্রথমদিন এই বর্ষামঙ্গল নাট্য মেলার উদ্বোধন করেন নাট্য আলোচক রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং বোলপুর ইলোরা নাট্যদল এর নির্দেশক মলয় ঘোষ। কাল প্রতিমা সম্মাননা প্রদান করা হয় অভিনেতা অজিত রায়, আলোর বাবলু সরকার, শব্দ প্রেক্ষাপন এর সন্দীপ মুখার্জী,
আবহ সংগীতের রাজা ব্যানার্জী ও পরিচালক ও অভিনেতা জয়েস লাহা কে।এই সন্মান স্বরাক ও উত্তরীয় এবং ফুল- মিষ্ঠি তুলে দেন কাল প্রতিমার কর্ণধার শ্রাবনী সেনগুপ্ত । সকল অতিথিরা তাদের ভাষণে কালপ্রতিমার এই উদ্যোগকে সাধুবাদ জানায়। সঞ্চালনায় ছিলেন প্রেমাঞ্জন দাসগুপ্ত।
এইদিন মঞ্চস্থ হয় কালপ্রতিমা প্রযোজিত নতুন নাটক “সত্যবতী”।
পৃথিবীর বৃহত্তম মহাকাব্য
মহাভারতে একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র চরিত্র হলো “সত্যবতী”।
কিন্তু এই ক্ষুদ্র চরিত্রই বলতে পারেন হস্তিনাপুরে এবার সত্যবতীর বংশ শুরু। কোনো পিতৃ পরিচয়ের নয়, মাতৃ পরিচয়ের বংশ। এই ক্ষুদ্র চরিত্রই কার্যত মহাভারতে যুদ্ধের বীজ বপন করেছিলেন। আজ আম্বেতকর ভারতবর্ষে দেবতার মতো পূজিত হন। কিন্তু ঐ পৌরানিক যুগে জাত,
বর্ন, রক্তের অহংকারের বিরুদ্ধে যিনি প্ৰথম রুখে দাঁড়িয়েছিলেন- তিনি সত্যবতী। অসম্ভব ক্ষুরধার এই বুদ্ধিমতী রমণী সত্যবতী কে নিয়েই প্রায় দু ঘন্টার টান টান এক অসাধারণ নাটক “সত্যবতী” মঞ্চস্থ হলো
এই প্রথমবার তপন থিয়েটারে এই নাটকে বার বার ফিরে এসেছে মহাভারত এর বিভিন্ন চরিত্র। বিদুর থেকে দুর্যোধন নানা ঘটনায় ফিরে এসেছেন। নাটকটি লিখেছেন সৌমেন পাল। আলো, মঞ্চ, আবহ ও পোশাক-রূপসজ্জায় নজর করেছেন বাবলু সরকার, অজিত রায়, সন্দীপ মুখের্জী ও সৌরভ ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে চমৎকার অভিনয় করেছেন শ্রাবনী সেনগুপ্ত, উদ্দীপন, অলোক, অরিজিৎ, হিমাদ্রী, দীপন, সুরভী, জয়ন্ত, অজয়, কস্তুরী, সঞ্জয়, সায়ন্তন, বিশ্বরূপ ও রুপা প্রমুখ শিল্পীরা।সত্যবতী নাটক টি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন শ্রাবনী সেনগুপ্ত।
বর্ষা মঙ্গল নাট্যমেলার দ্বিতীয় দিন তপন থিয়েটারে সন্ধ্যায়
মঞ্চস্থ হয় আলিপুরদুয়ার, সংঘশ্রী যুব নাট্য সংস্থা নিবেদিত নাটক দ্রব্যময়ীর কাশীবাস। নির্দেশনায় ছিলেন সিনটু দত্ত এবং সবশেষে পরিবেশিত হয় রাণীকুঠি আঙ্গিকের নাটক বাতিঘর।
পরিচালনায় ছিলেন সুশান্ত মজুমদার।সব মিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো কাল প্রতিমার বর্ষামঙ্গল নাট্য মেলা ২০২২।