Close

ডক্টরস ডে-তে সম্পন্ন হল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প ‘সংকল্প’

আনন্দ সংবাদ লাইভ :একদিকে প্রাণঘাতী করোনার প্রকোপ,অন্যদিকে ব্লাড ব্যাঙ্কগুলিতে বাড়ছে রক্ত সঙ্কট। আর এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১। আজ ডক্টরস ডে-তে কলকাতায় অবস্থিত রোটারি সদনে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১ এবং প্রজেক্ট লাইফ ফোর্স -এর যৌথ উদ্যোগে আয়োজিত হল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প,যার নাম ‘সংকল্প’। ডিস্ট্রিক্ট গভর্নর শ্রী সুদীপ মুখার্জি-র তত্ত্বাবধানে আয়োজিত হল এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প।

প্রতি বছরই, ১জুলাই থেকে পরের বছর ৩০শে জুন পর্যন্ত পালিত হয় রোটারি ইয়ার বা রোটারি বর্ষ। আর এই সময়কালে ১জুলাই থেকে নির্বাচিত ডিস্ট্রিক্ট-এর নতুন গভর্নর তার কার্যভার গ্রহণ করেন। সেইমত এদিন এবছর রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১-এর নতুন গভর্নর পদের আসনভার গ্রহণ করলেন শ্রী সুদীপ মুখার্জি।

এদিন এই আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে ডিস্ট্রিক্ট গভর্নর সুদীপ মুখার্জি জানান, ‘মহামারী করোনাকালে ব্লাড ব্যাঙ্ককে দেখা যাচ্ছে রক্তের ঘাটতি। পেডিয়াট্রিক ক্যান্সার এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রয়োজন রক্ত।
আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প। শুধুমাত্র কলকাতাতে নয় ,মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলাতেও আয়োজিত হচ্ছে এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। আর এই সংগ্রহ করা রক্ত দেওয়া হবে দুটি ব্লাড ব্যাঙ্কে।’

একইসঙ্গে তিনি আরো জানান, ‘সব মিলিয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ জন রক্ত দান করেছেন। সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনেই করা হয়েছে এই আয়োজন। এমনকি আমাদের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট
৩২৯১-এর আরেক শাখা রোটার‌্যাক্ট -এর সদস্যরাও স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে এসেছেন ।প্রত্যেকেই খুব উৎসাহ সহকারে আমাদের সহযোগিতা করেছেন।’

ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট- এর প্রতিনিধি মধুরিমা বর্মন এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে জানান, ‘সারা পৃথিবী জুড়ে রোটারি ক্লাবের বিস্তৃতি। এমন ক্লাবের একজন সদস্য হতে পারায় আমি খুবই আপ্লুত। একইসঙ্গে আমি মনে করি রক্ত দান নয় বরঞ্চ এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। আমরা এই মহান কাজে যুক্ত হতে পারায় খুবই সন্তুষ্ট।’

আপনাদের জানিয়েরাখি, সারা পৃথিবী জুড়ে ৫৩০টি রোটারি ডিস্ট্রিক্ট রয়েছে,যার অধীনে সদস্য সংখ্যা ১২ লক্ষ। একই সঙ্গে, সমগ্র ভারতে প্রায় ১.৫ লক্ষ থেকে ১.৬০ লক্ষ রোটারিয়ান রয়েছে এবং মোট রোটারি ডিস্ট্রিক্ট রয়েছে ৩৮টি। এরমধ্যে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১-এ অন্তর্ভুক্ত রয়েছে ৪০০০রোটারিয়ান। যার মধ্যে ১২টি পশ্চিমবঙ্গের রেভেন্যু ডিস্ট্রিক্ট আছে (কলকাতা এবং আন্দামান ও নিকোবর সহ)।

এদিন এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন পি পি অসীম গুহ রায় (রোটারি প্রকাশ ভবন, সল্টলেক সিটি) ,পি পি বিকাশ বিড়লা (রোটারি সদন), পি পি পার্থ সারথি সরকার (সরোজ গুপ্ত ক্যান্সার হসপিটাল,ঠাকুরপুকুর), সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top