Close

জলপাইগুড়িতে বিচারকদের যোগ দিবস

 

মোল্লা জসিমউদ্দিন :রাজ্য আইনী পরিষেবা কেন্দ্রের নির্দেশে জলপাইগুড়ি জেলা আইনী পরিষেবা কেন্দ্রের পরিচালনায় বিচারকদের নিয়ে যোগ দিবস পালন হলো।মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহরে স্থানীয় আদর্শ ব্যায়ামাগার ক্লাবের যোগ প্রশিক্ষকদের তত্বাবধানে জেলাজজ শ্রী বিশ্বরুপ বন্দ্যোপাধ্যায় সহ কুড়ির কাছাকাছি বিচারক এই যোগ দিবসে অংশগ্রহণ করে থাকেন।পাশাপাশি জেলা আদালতে বার এসোসিয়েশনের পদাধিকারীরাও যোগ দেন বলে জানিয়েছেন জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব তথা বিচারক গ্ল্যাডি বোমজান।

Leave a Reply

0 Comments
scroll to top