Close

জনপ্রিয় YouTuber ও Film Reviewer অরিত্র ব্যানার্জী এবার ছবির পরিচালক

  • Aritra’s Gyan ইউটুব চ্যানেলে আগস্ট মাসের পনেরো তারিখ আসতে চলেছে *রূপতুহিন দত্ত প্রযোজিত শর্ট ফিল্ম ” Writer’s Block

পরিচালনা :অরিত্র ব্যানার্জী
কাহিনী চিত্রনাট্য সংলাপ : অরিত্র ব্যানার্জী

সংক্ষিপ্ত কাহিনী

একজন লেখক যার প্রথম বই বেস্ট সেলার হয়েছিল তিনি এখন Writer’s Block এর মধ্যে দিয়ে যাচ্ছেন বহু চেষ্টা করেও কিছু লিখতে পারছেননা। তিনি একটি বন্ধুর ক্যাফে তে বোসে লেখার চেষ্টা চালিয়ে জান কিন্তু কোনো লাভ হয়না। এমন সময় একদিন এক রহস্যময়ী মহিলা ওই ক্যাফে তে এসে হাজির হয়ে তাকে দেখে লেখকের মাথায় নানা রককের প্লট আসতে থাকে, সে কি পারবে তার উপন্যাস লিখে ফেলতে?”
#Writer’s Block

কলাকুশলী

কাহিনী, চিএনাট‍্য ও সংলাপ : অরিত্র ব্যানার্জী

প্রযোজনা : রূপতুহিন দত্ত
চিএগ্রহন: অভিজিৎ নাথ
সহযোগী পরিচালনা :দীপ্তদীপ মিত্র
মেকআপ : তন্ময়
পোশাক পরিকল্পনা :অরিত্র দীপ্তদীপ
সহকারি চিএগ্রহন :রাহুল বিশ্বাস
সঙ্গীত : অমিত দাস
গনমাধ‍্যম প্রচার : রানা বসু ঠাকুর – JLT Solutions

অভিনয়

দেবতনু
রিমোনা দাস
সান্বয় বোস
দীপ্তদীপ মিত্র
অরিত্র ব্যানার্জী

কি বললেন পরিচালক ও অভিনেতারা?

অরিত্র ব্যানার্জী
(লেখক এবং পরিচালক )

এই সিনেমাটি একটি চেম্বার ড্রামা | এখানে আমরা গোল্ডেন এজ অফ ডিটেক্টিভ ফিকশনের কিছু সেরা গল্প কে এবং ৭০ এর দশকের অমিতাভ বচ্চনের সিনেমাকে ট্রিবিউট দিয়েছি |

আমরা এটার একটা announcement teaser বার করেছি যেটা আজ অবধি কোনো শর্ট ফিল্মে হয়নি |এবং সেটা খুব ভালো রেসপন্স পেয়েছে |
আশা করছি দর্শক ২০ মিনিটের একটি টান টান এক্সপেরিয়েন্স অনুভব করবে আসল ফিল্ম টা দেখে |

দেবতনু

আমার পুরো মেকিং প্রসেসটা ভালো লেগেছে |আমি একদম প্রথম স্টেপ থেকে ইনভল্ভ ছিলাম |এবং থ্রিলার genre তে মানুষ আমাকে আগে দেখিনি তাই চরিত্র টা লোককে অব্যাক করবে |

রিমোনা

আমি এর আগে মিউসিক ভিডিও করেছি এটা আমার কাছে সম্পূর্ণ অন্য রকম একটা ক্যারেক্টার ছিল |খুব এনজয় করেছি এটা করে |আমি ওয়েট করে আছি যে দর্শকের কেমন লাগে |

Leave a Reply

0 Comments
scroll to top