Close

ছয়ে পা সরস্বতী নাট্যোৎসব

নিজস্ব প্রতিনিধি:শীতের মরসুমে বাইরে ঘুরতে যাওয়ার মজা, নলেন গুড়ের সন্দেশ, পিঠে – পুলির আনন্দে মেতে থাকে বাঙালীরা। আর তার সাথে যুক্ত হয় নাট্যোৎসবের আমেজ। ঠিক এই সময় কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানান জেলার নাট্য দলগুলি তাদের নাট্যোৎসবের আয়োজন করে থাকে। তেমনি এবছর নেতাজী নগর সরস্বতী নাট্যশালা তাদের ষষ্ঠ বর্ষের নাট্যোৎসবের আয়োজন করছেন কলকাতার তপন থিয়েটারে ১১-১৪ নভেম্বর ২০২২ এ ।

এই নাট্যোৎসবের মুখ্য আকর্ষণ এই বছর তারা সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত করছেন প্রখ্যাত সাহিত্যিক, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়কে, সঙ্গে থাকছে চমকপ্রদ কিছু নাটক। এই নাট্য মেলাতে অংশগ্রহণ করছেন কালিন্দী নাট্যসৃজন, নবাঙ্কুর , প্ল্যাটফর্ম নাট্যগোষ্ঠী, হাওড়া স্বপ্নসৃজন, অঙ্গন নাট্যসংস্থা, সুনীল নগর ড্রামা সেন্টার, খড়দহ থিয়েটার জোন, একা এবং একা, রানীকুঠি আঙ্গিক, নটসেনা, অনীক। এছাড়া এই নাট্যোৎসবে নাট্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ১৪ ই নভেম্বর সন্ধ্যা ৬ টায় তাপস জ্ঞানেশ সভাকক্ষ, তপন থিয়েটারে। যার বিষয় “থিয়েটারে বর্তমান সামাজিক সমস্যার অন্বেষণ” । বক্তা থাকবেন শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, শ্রী অভীক ভট্টাচার্য্য, শ্রী সত্যপ্রিয় সরকার, শ্রী প্রেমাঞ্জন দাশগুপ্ত এবং সঞ্চালক শ্রী সুশান্ত মজুমদার । দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানালেন ১১ ই নভেম্বর সন্ধ্যা ৫-৩০ মিনিট থেকে তাদের সরস্বতী নাট্যোৎসবের শুভ সূচনা হবে। সঙ্গে থাকছে সরস্বতী নাট্য সম্মান প্রদান অনুষ্ঠান এবং ঐদিন বিশিষ্ট অতিথি ড. হৈমন্তী চট্টোপাধ্যায়, শ্রী অভিজিৎ চ্যাটার্জী এবং শ্রী অরূপ রায় মহাশয় উপস্থিত থাকবেন। ১২ ও ১৩ ই নভেম্বর দুপুর ৩ টে থেকে পরপর ৫ টি নাটক মঞ্চস্থ হবে । এই নাট্যোৎসবের আর্থিক সহায়তায় সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top