Close

চিত্র প্রদর্শনীতে ছবি আঁকলেন সুদর্শন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি:কথায় আছে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন।ঠিক তেমনটাই করে দেখালেন বিশিষ্ট নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী।মাই ক্যালাইড্যাসকোপ আয়োজিত চিত্র প্রদর্শনীতে গিয়ে হাতে তুলে নিলেন প্যালেট,তুলি ক্যানভাসে আঁকলেন ছবি নিজের মনের খেয়ালে।প্রদর্শনীতে তখন সবার চোখ সুদর্শন চক্রবর্তীর আঁকার দিকে।মাই ক্যালাইড্যাসকোপের অনুমিত্রা বসু মন্ডল, ক্যানভাস গ্রুপের পুষ্পেন নিয়োগী তাঁদের এই উদ্যোগে এমন একটা চমকপ্রদ মুহূর্ত দেখে বেশ খুশি।প্রদর্শনী কক্ষে প্রায় প্রায় ষাটটির মতো ছবি প্রদর্শিত হয়।নিউ টাউনের মতো জায়গায় তেমন বড় আর্ট গ্যালারি না থাকায় অনুমিত্রা তাঁর নিজের জায়গাকেই আর্ট স্পেসে রূপান্তরিত করলেন।এই উদ্যোগে সামিল হন ক্যানভাস গ্রুপ ছাড়াও অনেক শিল্পী।করোনার এই দুর্বিসহ সময়ের পর এই উদ্যোগ অনেকটা নতুন হাওয়া বয়ে যাওয়ার মতো।অনুমিত্রা বললেন,”এমন একটা অন্ধকার সময়ের পর এই উদ্যোগ হওয়ায় এর নাম দিয়েছি ভ্যাকসিন।ভবিষ্যতে নানা রকমের আর্ট ফর্ম নিয়ে কাজ করার ইচ্ছা নিয়েই মাই ক্যালাইড্যাসকোপ এর এই পথ চলা শুরু।নানা রকমের ওয়ার্কশপ,ভিন্ন ধারার শিল্পের মিশেলে এই জার্নি আরো সুন্দর হবে এই আশা রাখি।” সুদর্শন চক্রবর্তী বললেন,” স্যাফায়ারের জন্য নানা নৃত্যশৈলী নিয়ে কাজ করার অভিজ্ঞতা প্রায় তিরিশ বছর হতে চললেও,তুলি হাতে এরকম ভাবে চিত্র প্রদর্শনীতে গিয়ে ছবি আঁকার অভিজ্ঞতা আগে ছিলনা।ছবির কাজ বেশ ভালো।কাজ দেখে তাঁদের মেধার পরিচয় পাওয়া যায়।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top