Close

চলে গেলেন ৩৯ বছর বয়সী কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা

আলাপন রায় : চলে গেলেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজা । শনিবার শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে তাঁকে ভর্তি করা হয় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে । কিন্তু শেষ রক্ষা আর হল না । চিকিৎসকদের বহু চেষ্টার পরও তাঁকে আর সুস্থ করা সম্ভব হল না । রবিবার দুপুরে তাঁর শরীর নিস্তেজ হয়ে পড়ে । এর পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । শোনা যাচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের ফলে তাঁর মৃত্যু হয়েছে । তবে সরকারি নির্দেশ অনুযায়ী সোয়াব পরীক্ষা করা হয়েছিল । কিন্তু শরীরে করোনা ভাইরাসের সং ক্রমন ছিল কিনা তা এখনও জানা যায়নি । প্রবীণ অভিনেতা শক্তি প্রসাদের নাতি এবং কন্নড় অভিনেতা অর্জুন সারজার নিকট আত্মীয় ছিলেন তিনি । তাঁর ভাইয়ের নাম ধ্রুব সারজা । বেঙ্গালুরুর বলডউইন স্কুল থেকে নিজের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে চিরঞ্জীবী । এরপর পড়াশুনো করেন বিজয়া কলেজে । একজন সহকারী পরিচালক হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন তিনি । ৪ বছর যুক্ত ছিলেন পরিচালনার দায়িত্বে । ২০০৯ সালে “বায়ুপুত্র” দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর চিরু,সিঙ্গরা,আম্মা আই লাভ ইউ, আটাগারা-র মতো অসংখ্য ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর রাজা মারঠান্ডা-র কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখে সবাইকে ছেড়ে চলে গেলেন তিনি। এছাড়া ৩ টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে । মাত্র ৩৯ বছর বয়েসে প্রাণ প্রদ্বীপ নিভে গেল তাঁর । তিনি ছিলেন কন্নড় ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় অভিনেতা । তাঁর এমন অকাল প্রয়াণে শোকে স্তব্ধ গোটা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top